Some Most Important Translation for All Govt Job Question Such as BCS, Bank, Engineering , Admission Test (University) and Many Competition Exam. Practice the Important Translation & Questions Answer to improve your translation skill & knowledge.
30 Most Important Translation For Any Job & Admission:
১. ছেলেটির আচরণ তাকে সন্তুষ্ট করতে পারল না……The conduct of the boy could not please him.
২. পাখিরা আকাশে উড়তে পারে, নয় কি?……..Birds can fly in the sky, can’t they?
৩. আমার যদি পাখির মত ডানা থাকত!…….Had I the wings of a bird!
৪. কত বড় পরিতাপের বিষয়!…….. What a pity!
৫. ঝোপ বুঝে কোপ মারো।……..Strike the iron while it is hot.
৬. নজরুল ইসলাম বাংলার বায়রন।……Nazrul Islam is the Byron of Bangladesh.
৭. চল আমরা সমস্যাটি সমাধান করি।……Let’s solve the problem.
৮. নূরজাহান অসাধারণ সুন্দরী ছিলেন।……. Nurjahan was an extraordinary beauty.
৯. নারীদের সমাজে সমান অধিকার দেওয়া উচিত।…… Woman should be given equal rights in the society.
১০. মানুষের পশুত্ব দমন করা উচিত।…….. Man should check the best in him.
১১. আমি বালকটিকে কান ধরে টান দিলাম।………I pulled the boy by the ear.
১২. গরীবেরা দিন আনে দিন খায়।……The poor live from hand to mouth.
১৩. প্রতি শুক্রবার তিনি মসজিদে যান।……..He goes to mosque every Friday.
১৪. শিশুটির সর্দি লেগেছে। …….. The child has caught cold.
১৫. জনতার মধ্যে ছেলেটি হারিয়ে গেল।……… The boy was lost in the crowd.
১৬. প্রথম লাইনটা কেটে দাও।……..Pen through the first line.
১৭. নজরুলের কবিতা আমার ভালো লাগে। ……… I like the poetry of Nazrul.
১৮. পরের বাসটি কখন ছাড়বে?…….. When does the next bus leave?
১৯. বৃষ্টি থামার সাথে সাথে তারা বাইরে গেল।…….Hardly had the rain stopped when they went out.
২০. মনে হয় বৃষ্টি হবে।…….. It is likely to rain today.
২১. লোকটি মর মর হয়েছে।…….The man is about to die.
২২. এখন কোন আশা নেই।……. There’s no hope now.
২৩. শিশুটি তার মায়ের কাছে কাদঁছে।……..The baby is crying for its mother.
২৪. তুমিই আমার গ্লাসটি ভেঙেছ।…….It is you who have broken my glass.
২৫. তোমার বাড়ি যাওয়ার এখন উপযুক্ত সময়।……. It is high time to go your home.
২৬. যতই পড়বে ততই শিখবে।…….The more you read, the more you learn.
২৭. অপরের নিন্দা করো না।……. Don’t speak ill of others.
২৯. এমন কোন মা নেই, যে তার সন্তানকে ভালোবাসে না।……. There is no mother but loves her child.
৩০. মেয়েটি আনন্দের হাসি হেসেছিল।……. The girl laughed a merry laugh.
20 Most Important Translation Questions Answer For Job & Admission
৩১. বিয়ে হওয়ার পূর্বে তার লেখাপড়া শেষ হয়েছিল।…… He had completed his education before he got married.
৩২. সারারাত আমরা পথ চলতে থাকব।…….We shall be traveling all night.
৩৩. সে জীবনে উন্নতি করুক।…… May he prosper in life.
৩৪. আমি যদি গতদিন শুধু উত্তরটা জানতাম!……. If only I had known the answer yesterday!
৩৫. ছায়া মূতির্টি চোখের নিমিষে অদৃশ্য হলো।…… The phantom disappeared in the twinkling of an eye.
৩৬. অনুচ্ছেদটি এত কঠিন যে আমি বুঝতে পারি না।……The passage is too difficult for me to understand.
৩৭. যে মিথ্যা কথা বলে, কেউই তাকে বিশ্বাস করে না।…….Nobody belives him who tells a lie.
৩৮. জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি।……He who has given us life will provide us food.
৩৯. যতক্ষণ সে না আসে, এখানে অপেক্ষা কর।……Wait here till he comes.
৪০. সে এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না।……. He is so weak that he can not move.
৪১. টিউবটি এত গরম যে ধরে রাখা যায় না।……. The tube is so hot that it cannot be held up.
৪২. পুলিশ আসা মাত্র চোরটি পালিয়ে গেল।…….The thief left the place as soon as the police arrived.
৪৩. তিনি দরিদ্র হলেও প্রচুর চাঁদা দিয়েছিলেন।…….. Though he was poor, he contributed much.
৪৪. আমাদের লাভের চেয়ে লোকসান বেশি হলো।……..We lost more than we gained.
৪৫. ফজল যেমন মেধাবী, তার বাবা তেমন মেধাবী ছিলেন না।…….Fazal’s father was not as talented as he is.
৪৬. এখনই বেরিয়ে পড়, না হলে ট্রেন পাবে না।……..Start now, lest you should miss the train.
৪৭. ধন বা মান চিরদিনের জন্য নয়।……..Neither wealth nor honour lasts for ever.
৪৮. মেঘ কেটে গেল।…….Clouds rolled away.
৪৯. বাংলা উর্বর ও কৃষিপ্রধান দেশ।…….Bengal is a fertile and agricultural country.
৫০. আর চারদিন পরেই আমাদের পরীক্ষা আরম্ভ হবে।………After four days our examination will commence.
Stay us regular for Most Important Translation & Questions Answer.
Check DU Admission Notice
Check RU Admission Notice
Check JU Admission Notice
Check BSMRU Admission Notice
Check CU Admission notice
Most Important Translation For Job and Admission (Part-3)
Some Most Important Translations for All Govt Job Questions Such as BCS, Bank, Engineering , Admission Test (University) and...
Comments 1