JU Apply2022
আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন।
আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সর্বমোট ৫ টি ধাপে (ক, খ, গ, ঘ, ঙ) এই আবেদন সম্পন্ন করতে হবে।
JU Apply 2022 here
লিংকে প্রবেশ করার পর নতুন আবেদন বাটনে ক্লিক করতে হবে। এরপর নিম্নোলীখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
- প্রথমে ন্যূনতম যোগ্যতা যাচাই এর জন্য আপনার উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক এর রোল দিতে হবে।
- এরপর মোবাইল নম্বর যাচাই এর জন্য আপনার মোবাইল নম্বর দিতে হবে।
- এরপর আপনার ছবি এর স্থানে ছবি ও স্বাক্ষর এর স্থানে স্বাক্ষর আপলোড করতে হবে। (নোটঃসদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০kb এর বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০kb এর বেশি নয়) স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে।)
- এরপর বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ফি প্রদান করতে হবে;।
- এরপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩-০৬-২০২২ তারিখ থেকে।
জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের (JU Apply 2022) আবেদন পত্র গ্রহনের শেষ তারিখ ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা ।