Some Important Translation & Questions Answer for All Govt Job Question Such as BCS, Bank, Engineering , Admission Test (University) and Many Competition Exam. Practice the Important Translation & Questions Answer to improve your translation skill & knowledge.
25 Important Translation:
- Have you been to the hospital?
=> তুমি কি হাসপাতালে গিয়েছ?- There are many big snakes in the jungle.
=> এই জঙ্গলে বড় বড় সাপ আছে।- He reads newspaper daily.
=> তিনি রোজ খবরের কাগজ পড়েন।- Industry is the root of all happiness.
=> পরিশ্রম সকল সুখের মূল।- The patient had died before the doctor came.
=> ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।- The patient died after the doctor had come.
=> ডাক্তার আসার পর রোগী মারা গেল।- Two and three make five.
=> দুইয়ে আর তিনে পাঁচ হয়।- If I were rich I would help the poor.
=> আমি যদি ধনি হতাম তা হলে গরীবকে সাহায্য করতাম।- The Kamalapur Station is as beautiful as it is big.
=> কমলাপুর স্টেশনটি যেমন বড় তেমনি সুন্দর।- Both you and your brother have done this work.
=> তুমি এবং তোমার ভাই উভয়ই এ কাজটা করেছ।- The train will leave within a few minutes.
=> কয়েক মিনিটের মধ্যেই গাড়ি ছাড়বে।- These exercises are not difficult.
=> এই অনুশীলনগুলো কঠিন নয়।- You cannot prosper in life unless you work hard.
=> পরিশ্রম কর নইলে উন্নতি করতে পারবে না।- Oil is lighter than water.
=> তেল পানি অপেক্ষা হালকা।- We shall go home having the sun set.
=> সূর্য অস্ত গেলে আমরা বাড়ি যাব।- Does not the sun give us light?
=> সূর্য কি আমাদের কিরণ দেয় না?- He lives from hand to mouth.
=> সে দিনে আনে দিনে খায়।- I do not know the boy who came here.
=> যে ছেলেটি এখানে এসছিল আমি তাকে চিনি না।- It is ten minutes to ten.
=> দশটা বাজতে দশ মিনিট বাকী।- Your elder brother is junior to me by two years.
=> তোমার বড় ভাই আমার চেয়ে দুই বছরের ছোট।- I am going to Khulna the next morning.
=> আমি কাল সকালে খুলনা যাচ্ছি।- You should cut your coat according to your cloth.
=> আয় বুঝে ব্যয় করা উচিত।- The people of England speak in English.
=> ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে কথা বলে।- A beggar is standing at the door.
=> একজন ভিখারি দরজায় দাঁড়াইয়া আছে।- May you live long.
=> তুমি দীর্ঘজীবী হও।20 Important Translation Question & Answer:
1.প্রশ্নঃ We mean business- বাক্যটির যথার্থ অনুবাদ–
উত্তরঃ আমরা কাজ নিয়ে থাকি
2.Question: ‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা’ – কোনটির অনুবাদ ?
উত্তরঃ Honesty is the best policy
3.প্রশ্নঃ কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
উত্তরঃ ক্রিয়ার কাল
4.Question: Look before you leap.
উত্তরঃ ভাবিয়া করিও কাজ
5. প্রশ্নঃ One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki- কোনটি সঠিক বাঙ্গানুবাদ?
উত্তরঃ একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
6.প্রশ্নঃ ‘Books are a man’s best companion’s in life’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী
7. প্রশ্নঃ He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ সে গোল্লায় গেছে
8. প্রশ্নঃ Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ–
উত্তরঃ সবুরে মেওয়া ফলে
9.প্রশ্নঃThere is no rose but throne- এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে–
উত্তরঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
10. প্রশ্নঃ ‘He is out of luck’- সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ তার পোড়া কপাল
11. প্রশ্নঃ ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
উত্তরঃ সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
12. প্রশ্নঃ ‘A bad workman quarrels with his tools’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ নাচতে না জানলে উঠান বাঁক
13. প্রশ্নঃ ‘He earns that much money which is necessary to keep body and soul together’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
14. প্রশ্নঃ The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ গোলাপ সুগন্ধি ফুল
15.প্রশ্নঃ ‘A beggar must not be a chooser’- এ বাক্যের যথার্থ অনুবাদ–
উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
16.প্রশ্নঃ ‘Rome was burning while nitro was playing on flute’ এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ কারো পৌষ মাস কারো সর্বনাশ
17. প্রশ্নঃ ‘The man is off his head’- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ–
উত্তরঃ লোকটির মাথা খারাপ হইয়াছে
18.প্রশ্নঃ ‘I’ll teach you a lesson’- বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ–
উত্তরঃ আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব
19. প্রশ্নঃ ‘Diamonds cuts Diamonds’- এর অনুবাদ কোনোটি?
উত্তরঃ মানিকে মানিক চেনে
20.প্রশ্নঃ It rains cats and dogs- বাক্যের সঠিক বাঙ্গানুবাদ কোনটি?
উত্তরঃ মুষলধারে বৃষ্টি হচ্ছে
Stay us regular for more Important Translation & Questions Answer.
Check DU Admission Notice
Check RU Admission Notice
Check JU Admission Notice
Check BSMRU Admission Notice
Check CU Admission notice
Comments 4