রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://admission.ru.ac.bd এ
প্রকাশিত করেছে।শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবি ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত:
আবেদনের যোগ্যতা :
এ ইউনিট | (মানবিক বিভাগের) শিক্ষার্থীকে SSC এবং HSC তে ন্যূনতম মোট GPA 7.00 এবং SSC এবং HSC উভয় ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে 3.00 পেতে হবে |
বি ইউনিট | (বাণিজ্য শিক্ষা) বিভাগের শিক্ষার্থীকে SSC এবং HSC তে ন্যূনতম মোট GPA 7.50 এবং SSC এবং HSC উভয় ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে 3.50 পেতে হবে |
সি ইউনিট | (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থীকে SSC এবং HSC তে ন্যূনতম মোট GPA 8.00 এবং SSC এবং HSC উভয় ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে 3.50 পেতে হবে |
বিস্তারিত
প্রাথমিক আবেদন : ২৫ মে- ৯ জুন
চুড়ান্ত আবেদন : ১৫ জুন -২৮ জুন
প্রাথমিক আবেদন ফি : ৫৫ টাকা
চুড়ান্ত আবেদন ফি : ১১০০ টাকা
প্রতি ইউনিট সিট সংখ্যা : ৭২০০০ জন
সিফট সংখ্যা : ৪ টি
সিফট প্রতি সিট সংখ্যা : ১৮০০০ জন
পরীক্ষার তারিখ :
সি ইউনিট (বিজ্ঞান বিভাগ) : ২৫ জুলাই
এ ইউনিট (মানবিক বিভাগ) : ২৬ জুলাই
বি ইউনিট (বাণিজ্য বিভাগ) : ২৭ জুলাই
সময়
১ম শিফট : সকাল ৯-১০ টা
২য় শিফট : সকাল ১১-১২ টা
৩য় শিফট : দুপুর ০১-০২ টা
৪র্থ শিফট : দুপুর ০৩-০৪ টা
প্রবেশ পত্র ডাউনলোড শুরু:
রাবি ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইট লিংক : admission.ru.ac.bd
পরীক্ষা হবে ১০০ নম্বরের। MCQ থাকবে ৮০ টি। কোন রিটেন থাকছে নাহ। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ এবং নেগেটিভ মার্ক ০.২০। পাস মার্ক ৪০ এ- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে- ক. বাংলা- ৩০ নম্বর খ. ইংরেজি- ৩০ নম্বর গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর মোট ১০০ নম্বর।
Check Most Important Translation For Any Job & Admission
এ- ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)
- বাংলা- ৩০ নাম্বার
- ইংরেজি- ৩০ নাম্বার
- সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার। মোট ১০০ নম্বর।
প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
(DU Undergraduate) ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২১-২২ সেশন
বি- ইউনিট ( এ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন)
বি- ইউনিট- বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-
- ইংরেজি- ২৫ নাম্বার
- আইসিটি- ১৫ নাম্বার।
- হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
- বাংলা- ১০ নাম্বার মোট ১০০ নম্বর।
B- ইউনিট- অবাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন
- ইংরেজি- ৩০ নাম্বার
- বাংলা- ২০ নাম্বার।
- সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
- আইসিটি- ২৫ নাম্বার। মোট ১০০ নম্বর।
ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে। প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
সি- ইউনিট( এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে) সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন
‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫
- পদার্থ ২৫টি প্রশ্ন
- রসায়ন ২৫টি প্রশ্ন
- আইসিটি ৫টি প্রশ্ন
‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০
- গণিত ২৫টি প্রশ্ন
- জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
- গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।
(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)
অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন
- বাংলা ২৫টি প্রশ্ন
- ইংরেজি ২৫টি প্রশ্ন
- সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.
সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।
Comments 6